এম এখলাছুর রহমান সিরাজী,মাধবপুর প্রতিনিধি (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নে একমি কোম্পানির উদ্যোগে২০/০৭/২৩ সাকাল ১১ঘটিকায় সকল পোল্ট্রি খামরিদের নিয়ে খামার ম্যানেজমেন্ট ও এন্টিবায়োটিকের বিকল্প স্পেন থেকে আমদানি করা ঔষধ Ecse (ইসকি)নিয়ে আলোচন করেন।
খামারি শেখ মো:শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন সরকার ২০২৭ সালে পোল্ট্রি শিল্পে এন্টিবায়োটিক বন্ধ করে দিবে তাই বিকল্প ঔষধ নিয়ে আমরা কাজ করছি,আসুন সঠিক নিয়মে পোল্ট্রি শিল্প কে এগিয়ে নিয়ে যাই এবং দেশের অর্থনীতি শক্তিশালী করি।
তিনি খামারিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিশেষ অতিথি শফিকুল হক আদর্শ খামারের বিভিন্ন দিক তুলে ধরেন।
খামারিদের মধ্যে উপস্থিত ছিলেন মো:মোর্শেদ কামাল,মো:সানু মিযা,মো:জজ মিয়, আবেদ আলী,কাজী সোহেল সহ প্রমুখ।