এম এখলাছুর রহমান সিরাজী মাধবপুর প্রতিনিধি (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ জুলাই) থেকে মাধবপুরে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার(২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আঃ ছাত্তার বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহাজাহান,তিনি দেশিয় প্রজাতির মাছ নিধন বন্ধ করতে অবৈধ চায়না দোয়ারি জাল বন্ধ করতে হবে এবং পুকুরে মৎস্য অফিসারের পরামর্শে চাষের অহবান করেন।
মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, তিনি পুকুরে তিন স্তরের বিভিন্ন জাতের মাছ চাষের বিষয়ে অবগত করেন। মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল, তিনি বলেন দেশিয় মাছ আমাদের সম্পদ তাই প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে কিটনাসক ব্যবহারে সচেতন হতে হবে কারন আমাদের প্রয়োজনিয় বেশি আংশ আমিষের ঘাটতি পূরণ করে মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী,সাংবাদিক সুজন রায়,মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্য উজ্জ্বল খাঁন,মৎস্য চাষী দুলাল মিয়া,মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকুমল দাশ প্রমুখ।