এম এখলাছুর রহমান সিরাজী মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে গতকাল সন্ধ্যায় বিএনপির প্রতিষ্টাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি হাজী গোলাপ খান, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, অর্থ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাসুরা বিএনপির সাধারন সম্পাদক এড. সাজিদুল ইসলাম সজল, শাহজাহানপুর বিএনপির সভাপতি মোঃ আলফাজ মিয়া, আদাঐর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, বহরার সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা হাজী আব্দুর রহিম দুলাল, হাজী দুলাল মিয়া, সেলিম মিয়া, হাজি মহারাজ খাঁন, গিয়াসউদ্দিন, মোহন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এস.এম.ইকরাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুর্শেদ, এখলাছ সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ প্রমুখ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বিদেহী আত্বার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।