এম এখলাছুর রহমান সিরাজী,মাধবপুর প্রতিনিধি (হবিগঞ্জ)
আগামীকাল সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত মাধবপুর উপজেলার শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও রহমানিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওঃআতিকুর রহমান খাঁন পবিত্র হজব্রত পালন করার উদ্দেশ্য মোয়াল্লেম হিসেবে ১৪৮ হাজী নিয়ে মক্কা শরিফ গমন করবেন। পবিত্র হজব্রত পালন করার জন্য উনাকে প্রায় ৪৫দিন সৌদি আরবে অবস্থান করতে হবে।
উনি সকলের সর্বাঙ্গীণতা মঙ্গল কামনা চেয়ে দোয়া করেছেন এবং দোয়া চেয়েছেন (আমিন)
এমতাবস্থায় সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে আহলে সুন্নাত ওয়াল জামাআত মাধবপুর উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক –
এম এখলাছুর রহমান সিরাজী কে অফিসিয়াল ও মিডিয়া সেলের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া গেলো।