নিজস্ব প্রতিবেদক:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার-এর সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।