বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশিষ্ট শিল্পপতি নজরুল মন্ডল এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন রৌমারীতে রিদ্র শিক্ষার্থীর পাশে রৌমারী শুভসংঘ কুষ্টিয়ায় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নেই কোন তৎপরতা, নেশায় ডুবে কলুষিত জেলা ছাত্রদল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি রৌমারীতে জমি জবর দখলের চেষ্ঠা থানায় অভিযোগ “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার কমিটি গঠন” মূল ঠিকাদারকে বাইরে রেখে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে সাব লীজ প্রদান মেহেরপুর পৌরসভার গোড়পুকুর উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি সাংবাদিক রতনের পিতার ইন্তেকাল লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স-এর শুভ উদ্বোধন যথাযোগ্য মর্যাদায় শার্শায় বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্ম বার্ষিকী উদযাপণ

মান্দায় নাশকতা মামলার আসামি চেয়ারম্যান আত্মগোপনে, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩ বার পঠিত:

আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ:নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে (৫৫) নাশকতার একটি মামলায় আসামি করা হয়েছে। এর পর থেকে আত্মগোপনে আছেন তিনি। এক সপ্তাহ ধরে পরিষদে না আসায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সেবাপ্রার্থীরা। চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক মান্দা উপজেলার চকহরি নারায়ন গ্রামের বাসিন্দা। ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে উপজেলা জামায়াতের সূরা সদস্য পদে দায়িত্ব পালন করছেন।পুলিশ সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ওই মসজিদ থেকে জামায়াত শিবিরের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

বৈঠকে নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক উপস্থিত ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সঠকে পড়েন। এজন্য তাঁকে ওই মামলায় আসামি করা হয়েছে। এর পর থেকে আত্মগোপনে আছেন তিনি।
সরেজমিনে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা গেছে। জন্মসনদ, ওয়ারিশান সনদ, পরিচয়পত্র, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনে পরিষদে আসেন তাঁরা। কিন্তু চেয়ারম্যান না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবাপ্রার্থীদের।

ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের বাসিন্দা বৃদ্ধ আয়েজ উদ্দিন বলেন, ওয়ারিশান সনদ ছাড়া জমির নামজারীর আবেদন করতে পারছেন না। এ কাজে গত কয়েকদিন ধরে পরিষদে ঘুরছেন। প্রতিদিন যাতায়াতে অর্থ ও শ্রম ব্যয় করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
শিক্ষার্থী বিউটি খাতুন বলেন, চাকরির আবেদনের জন্য পরিচয়পত্র নিতে গত তিনদিন ধরে পরিষদে ঘুরছেন। কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে সেটি তিনি পাচ্ছেন না। পরিচয়পত্র না পেলে তাঁর চাকরির আবেদন করা হবে না।

এসব বিষয়ে জানতে নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক কয়েকদিন ধরে পরিষদে অনুপস্থিত আছেন বলে জেনেছি। তিনি ছুটির আবেদনও করেননি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com