মোঃ সাইফুল ইসলাম (মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসন সিরাজদিখান, মুন্সীগঞ্জে’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ । এ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাবলিক সার্ভিস প্রদানকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’র সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০:৩০ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে উক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় পাবলিক সার্ভিস দিবস সম্পর্কিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । তিনি চার্ট অব ডিউটি এবং সেন্স অব ডিউটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেন ।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা তার বক্তব্যে জনগণের সেবায় পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য, গ্রামীন গণস্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান ও স্বাস্থ্য সেবায় নতুন উদ্ভাবন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন । তিনি তার বক্তব্যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ ও পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র প্রজেক্টরের মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন ভিত্তিক সেবা সমূহ, কৃষি বিষয়ক বিভিন্ন এপ্লিকেশন, কৃষি সম্প্রসারণে সিরাজদিখান উপজেলার সার্বিক কৃষি ব্যাবস্থার সাফল্য ও উন্নয়ন মূলক তথ্য চিত্র তুলে ধরেন ।
সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা পাবলিক সার্ভিস ও সেবার ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন । পাবলিক সার্ভিসে নিয়োজিত সকল কর্মকর্তাদের সুশাসন প্রতিষ্ঠা এবং নিষ্ঠা ও কর্তব্যপরায়নতা সহিত সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন । তিনি বর্তমান সরকারের জনসেবা ও উন্নয়নমূলক সকল কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার প্রত্যশা ব্যাক্ত করেন । পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।