মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি,
সবার আগে সুশাসন জনসেবায় উদ্বোধন এই স্লোগানে
,মেহেন্দিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে বর্তমান সরকার।
সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে।
একজন সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখার আহবান জানান উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী।
এ সময় তিনি আরো বলেন আমরা চাই একজন নাগরিককে সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে (২৩ জুলাই) রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্তরে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নূরুননবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভূলু,,উপজেলা সমাজসেবা অফিসার মাদহমুদুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম ,মহিলা বিষয়ক কর্মকর্তা শরীফা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ অন্যান্যরা। এছাড়াও র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।