মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ্।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব খোরশেদ আলম ভুলু।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসেন, ডাঃ মেহেদী হাসান, মেহেন্দিগঞ্জ থানা প্রতিনিধি এস আই মোঃ মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গনমাধ্যমকর্মী এবং মসজিদের ইমাম।
অনুষ্ঠানে বক্তারা আগামী ১৮ই জুন অনুষ্ঠিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সকলকে বিশেষভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
ইপিআই টেকনোলজিস্ট মোঃ আবুল বাসার জানান, এবার মেহেন্দিগঞ্জ উপজেলায় মোট ৩১৩টি কেন্দ্রে ১১ থেকে ৫৯ মাস বয়সী ৪৬৪৫৪ জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭৫৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।