হেলাল হোসেন কবির: সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে বক্তব্য দিয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
তিনি ২৫ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে- পদযাত্রা অনুষ্ঠান শুরু হওয়ার আগে জেলা বিএনপি পার্টি অফিসের সামনে ঝটিকা বক্তব্যকালে এই মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু দিন আগে পুলিশের সামনে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর বিএনপির পার্টি অফিস ও মজিদ মন্ডলের বাড়িতে দিনে দুপুরে আওয়ামী লীগের গুন্ডারা হামলা করে এবং রাতে সাধারণ ব্যবসায়িদের দোকানে আগুন লাগিয়ে দেয়, পরেরদিন মোতাহার হোসেন গিয়ে উল্টো প্রকাশে বিএনপির লোকজনকে শেষ করে দেওয়ার হুমকি দেন, তার পরেও বিএনপির লোকদের উপর মিথ্যা দুটি মিথ্যা মামলা দিয়েছে, একটি গরু চুরির মামলা দিয়েছে সেই গরু আবার পুলিশ পাশের জেলার মামলার বাদির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে। এতেই বুঝা যায় আওয়ামী লীগের গরু চোর নয় তারা ছাগলও চুরি করে।
তিনি আরও বলেন, পুলিশের সামনে সবকিছু হয়েছে অথচ আমরা মামলা দিয়েছি ওসি সাহেব মামলা গ্রহণ করেন নাই, এসব কার ইশারায় হয়েছে? সব অন্যায়ের বিচারের মুখোমুখি করতে মোতাহার হোসেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
শনিবার লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠানে নেতৃত্ব দেন আসাদুল হাবিব দুলু।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপি’র সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামসহ কয়েক হাজার অন্যান্য নেতৃবৃন্দ উক্ত পদযাত্রায় অংশ গ্রহণ করেন।
এরপরে পদযাত্রা মিছিল লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়ক বিডিআর রোড হয়ে মিশন মোড় চত্ত্বর দিয়ে আশিতম উপজেলার সাপ্টিবাড়িতে গিয়ে শেষ হয়।
এ পদযাত্রা মিছিলে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছিলেন।