সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা আটুলিয়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সাঈদ গাজী (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে বুধবার রাতে র কোন এক সময় বাড়ির পাশে তেঁতুল গাছের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে । ওই যুবক ছোট কুপট গ্রামে আব্দুল হক গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি মোঃ নুরুল ইসলাম বাদল গণ মাধ্যমকে বলেন স্থানীয়দেন কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা পোস্ট ম্যাডাম পাঠানো হয়।