ঢাকা: রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের ৮ম তলা থেকে নাশকতার জন্য বৈঠকের সময় ১৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।
রমনা জোনের সহকারী-উপ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামিম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের কাছে সংবাদ ছিল এখানে নাশকতার জন্য জামায়াতের বেশ কয়েকজন বৈঠকে বসেছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালাই। পরে বৈঠক থেকে তাদের ১৬ জনকে আটক করা হয়। অভিযান চালিয়ে কয়েকশ জিহাদি বই, লিফলেট জব্দ করা হয়েছে। আটক জামায়াত নেতাকর্মীদের থানায় নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: আরিফুল ইসলাম +60195416065 নির্বাহী সম্পাদক: সম্রাট হোসেইন +8801924665561
Copyright © 2023 A2zbarta.Com. All rights reserved.