রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
সীমান্তে ভারতীয় বন্যহাতির আক্রমণ রোধ ও জানমাল রক্ষার্থে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা গতকাল বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারের চকবার শেটে, বালিয়ামারী কোম্পানি সদরের ব্যবস্থাপনায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) উপ অধিনায়ক মোহাম্মদ শামছুল হক।
দীর্ঘদিন থেকে বিভিন্ন মৌসুমে রাজিবপুর-রৌমারী উপজেলার সীমান্ত এলাকা জুড়ে ভারতীয় বন্য হাতির দল ঘরবাড়ি ভাংচুরসহ ফসলের ব্যাপক ক্ষতি করে আসছে। কিন্তু এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক কোন ক্ষতি পুরণ পান না। সীমান্তে কৃষকদের কিভাবে তাদের প্রাণের ফসল রক্ষা করা যায়,কিভাবে বন্য হাতির অনুপ্রবেশ রোধ করা যায় এ নিয়ে বিশদ ভাবে আলোচনা করা হয়।
বালিয়ামারী বিজিবি কোম্পানি কমান্ডার আনজু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৩৫ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মোহাম্মদ শামছুল হক,রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, প্রধান শিক্ষক শাহজাহান আকুল , ইউপি সদস্য ফরমান আলী, ফরিজল হক, বালিয়ামারী বর্ডার হাট ক্রেতা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু প্রমুখ। সভাটি পরিচালনা করেন বালিয়ামারী হাট বাজার ইজারাদার মোঃ সাইদুর রহমান।