মোঃ জাহিদুল ইসলাম, রাজিবপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় শুভসংঘের নির্দেশে রাজিবপুর উপজেলা শুভসংঘর আয়োজনে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
আজ ২৭ জুন সোমবার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই, শংকর মাধবপুর বিল পাড়া বদরপুরসহ বেশ কিছু গ্রামের শুভসংঘ উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করা হয়েছে।
বিল পাড়া গ্রামের রহিমা বানু ৷ খাবার নিতে এসে বলেন, বাবা আমাদের সাত বার বাড়ি ভাংগী গেছে, শেষ মেস এই চরে বাড়ি নিছি । এবার এই বাড়িটিও ভাংতে বসেছে । খাবার পেয়ে আদুরী বেগম বলেন, কেউ আমাদের সাহায্য জন্য আসে না। বন্যায় পানিতে ঘরের ঘুটি পচে পড়ে ঘর মাটির সাথে লেগে আছে, পয়সা পাতি নাই, কি ভাবে ঘর ঠিক করমু, আল্লাহ ভালো জানেন।
শুভসংঘ খাবার পেয়ে শুভসংঘ বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা শুভসংঘের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, সহ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, নারী বিষয় সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ত্রান সম্পাদক সুমাইয়া, সমাজ কল্যাণ সম্পাদক লাবিবা আক্তার, শহিদুল্লাহ ফরায়াজি , শাহাদাৎ হোসেন হিরো, নজরুল ইসলাম নোমান, ফারুক হোসেন, দুলাল হোসেন, মাহাবুর হোসেন, কোদালকাটি ইউনিয়ন শুভসংঘ সভাপতি আমিনুল ইসলাম ছাড়াও আরও অনেকে ।
Leave a Reply