মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল,বাগেরহাট:রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গাঁজাসহ হৃদয় দাস(১৯) নামের এক যুবক কে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
১৬ মে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপাল খেয়াঘাট সংলগ্ন হাফিজের চায়ের দোকানের সামনে থেকে হৃদয় দাসকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় দাস বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কিরণ চন্দ্র দাস’র পুত্র।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আশরাফুল আলম সাংবাদিকদের জানান, এস.আই লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত ডিউটি পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে হৃদয় দাসকে তল্লাশী করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও রেজিষ্ট্রেশন বিহীন সাদা রঙের একটি হাঙ্ক গাড়ি উদ্ধার করে।
পরবর্তীতে হৃদয় দাস’র নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করে।