রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম সাধারন মানুষের সাথে মতবিনিময় করেছেন।
১৫ মে সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয় সাধারণ মানুষের সাথে এ মতবিনিময় সভা করেন।
সভায় বক্তৃতা কালে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগণের সেবক।
বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা আন্তরিকতার সাথে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় মোখাসহ
দেশের যেকোনে দূর্যোগে বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের পাশে থেকে তাদের সহযোগীতা করেছে। অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে ,কার সাথে মেলামেশা করছে , কোন খারাপ সঙ্গে মিসছে কি না , সে বিষয়ের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরো বলেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিয়নের সকল অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করার জন্য সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সাহায্য করার জন্য এবং কাউকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার জন্য
উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান। এসময় পেড়িখালী ইউনিয়নের
স্থানীয় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট।
তাং-১৫/০৫/২০২৩
মোবাঃ ০১৯৯২০৯০০৭৪