নিজস্ব প্রতিবেদক,
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার…”
বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজতর করা এবং ই-ভিসা চালু করার জন্য রাষ্ট্রপ্রধান সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব উল্লেখ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ এবং ভিজিট এক্সচেঞ্জ বাড়ানোর ওপর জোর দেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি সৌদি রাষ্ট্রদূত বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ধীরে ধীরে বাড়ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের অনেক বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।