মোঃ রাসেল হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি: ক্ষুধা মুক্ত সমাজ গড়ার লক্ষে বরিশালের প্রাণ কেন্দ্রে রাস্তার পাশে থাকা অসহায় পথচারিদের মধ্যে নিজ উদ্যোগে দুই যুবক খাবার বিতরণ করলো। তাদের কার্যক্রমে দরিদ্র, অসহায়, ভবঘুরে মানুষের মুখে বিনামূল্যে খাবার তুলে দেওয়ার মূল উদ্দেশ্য ছিলো শুক্রবার ( ৮ সেপ্টেম্বর ২০২৩) নগরীর বিভিন্ন স্থানে সমাজের অবহেলিত মানুষের মাঝে এই খাবার বিতরণ মাধ্যমে খুবিই ভালো একটা উদ্যোগ নিয়েছিলো এই দুই যুবক। জিয়াউর রহমান মাসুদ ও ইয়াসিন আরাফাত তাদের সল্প অর্থায়নে সপ্তাহে একদিন খাবার বিতরণ করলো তবে অর্থের যোগান বেশি হলে খাবার দেওয়ার ব্যবস্থা খুবিই ভালো ছিলো। তাদের কে আর্থিক ভাবে এর মধ্যে সহযোগিতা করেছে, আইডিয়া শততম ফ্রাইডে মিল যা দেশজুড়ে শিক্ষার্থীদের মানবসেবার গৌরবময় ভূমিকা ধারণ করে আসছে তারা আইডিয়া ফ্রাইডে মিল’ শিক্ষার্থীদের পরিচালনায় পবিত্র জুম’আর দিনে ভালো মানের খাবার সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেয়ার একটি সাপ্তাহিক প্রকল্প আয়োজন করে থাকে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। খাবার বিতরণের সময় জিয়াউর রহমান মাসুদ বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থেকে তাদেরকে সাহায্য করবো এই খাবার বিতরণের মাধ্যমে তাদের পাশে থাকর ছোট্ট একটি মাধ্যম শুধু তবে আমি ভবিষ্যতেও এরকম ভাবে অসম্ভব কে হার মানিয়ে নিঃস্বার্থ ভাবে অসহায়দের পাশে থেকে খাবার বিতরণ করে যাব ইনশাআল্লাহ৷ একই সময় ইয়াসিন আরাফাত বলেন, আমাদের এই খাবার বিতরণ লোক দেখানোর জন্য নয়, আমরাদের এই উদ্যোগের মাধ্যমে অনেকেই এই ভাবে অসহায়দের পাশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি, তাই আমাদের এই অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করলাম এবং তা বাস্তবায়ন করলাম। তাদের এই মহৎ কাজটি আসলেই অনেক প্রশংসনীয় একটি কাজ তা আমরা সাধুবাদ জানাই তাদের কে৷ এভাবেই যেন তারা অসহায়দের পাশে থাকে সব সময় সেই কামনা করি।