লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
রৌমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আজ ৮ই মার্চ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় সময় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলার নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাঁতভাঙা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম, যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলী, উপজেলা মহিলা বিষয়ক এর সুপারভাইজার আনিছুর রহমান আনিছ, প্রমুখ।
এসময় বক্তারা বলেন-
নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য নিয়ে আলোচনা করা হয়।