লিটন সরকার রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিট ভুক্ত সরাসরি ৩০২ এর আসামি হওয় অভিযোগে রৌমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান কে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রৌমারী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউপি সচিব বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। নাম না প্রকাশ করার শর্তে, রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য বলেন, ‘ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায়র অভিযোগে সরকারি ত্রাণের চাল বস্তা আত্মসাতের,অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, দুর্নীতি-স্বজনপ্রীতি ইচ্ছাকৃত কুশাসন ইত্যাদির সাথে জড়িত অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে হাবিবুর রহমান বলেনঃ আমাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করা হয়েছে আমি এ বিষয়ে অবশ্য আইনগত ব্যবস্থা নিব।