রৌমারীতে উপজেলা আওয়ামীলীগের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা
রৌমারী(কুড়িগ্রাম)
প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী’লীগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা শনিবার
(৮জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখার সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি’এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলহাজ্ব মো:জাকির হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, জেলা উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মাছুম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামিউল ইসলাম,
উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুনুর রশিদসহ, রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ,গ্রাম কমিটির নেতৃবন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল কে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে,ঐক্যবদ্ধ হয়ে
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ,নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার
আহবান জানান।
প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলার আর তার সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন উন্নতিশীল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ,এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তিনি ২৮,কুড়িগ্রাম ৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ,আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার এবং একই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখার সকল ইউনিটের সদস্য নবায়ন ফরম পূরনে শুভ উদ্বোধন করেন মোঃ জাকির হোসেন এমপি, প্রতিমন্ত্রী,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন প্রভাষক ফজলুল করিম।