কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে ইফতার মাহফিল ও প্রেসক্লাব চত্বরে কৃষ্ণচুড়ার গাছ রোপণ করা হয়েছে। রবিবার ২ এপ্রিল বিকাল চারটার এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমাম আলী ইমন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সহ-সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক লন্ডনী, জাহিদুল ইসলাম জাহিদ, মমিনুল ইসলাম, প্রমুখ ।