লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার আর্কেডিয়ান কলেজ। এ বছর আর্কেডিয়ান কলেজ থেকে মানবিক বিভাগের ৪৮জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%। শতভাগ পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। এইচএসসিতে নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আর্কেডিয়ান কলেজের প্রিন্সিপাল আনিসুর রহমান বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন গুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদ লালন করে গুণগতমানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। বৈশ্বয়িক মহা মারিরকালে অনলাইন শিক্ষার ক্ষেত্রেও আমরা সেই পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শতভাগ গুণগতমানের শিক্ষা প্রদানের চেষ্টা করেছি।