লিটন সরকার, (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে সড়ক দুর্ঘনায় শিশুর মৃত্যুসহ পৃথক স্থানে এক প্রতিবন্দী বৃদ্ধসহ ২ জন আত্মহত্যা করেছে। রবিবার দিনগত রাত ভোরে আত্মহত্যা ও সোমবার দুপুর ১২টায় সায়দাবাদে সড়ক দুঘর্টনায় ১১ বছরের এক শিশুর মৃত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সুত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। রৌমারীর যাদুরচরইউনিয়নের সায়দাবাদের দক্ষিন পাশে দারুল আরকান নুরানী ও কওমী মাদ্রাসা নামক ডিসি রাস্তায় রেনেডা (ঔষধ) কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে হাফেজি পড়ৃয়া জিহাদ (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম জিয়ার রহমান। গ্রামের বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কমরভাঙ্গী নয়া পাড়া গ্রামে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্দি স্বামীর সাথে অভিমান করে খেওয়ারচর গ্রামের সাইমুন (৬১) নামের এক জন গলায় কাপড়ের রশি পেঁচিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সাইমুন খেওয়ারচর গ্রামে দিনমজুরীর কাজ করে সাংসার চালাতো। তার স্বামীর নাম দৃষ্টি প্রতিবন্দি আব্দুস শহিদ। একইদিনে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর টাপুরচর জামাই পাড়া গ্রামের বাবুলের হাবাগুবা (আধা পাগল) পুত্র আরিফ (১৯) স্ত্রীর সাথে অভিমান করে ভোরের দিকে নিজ শয়ন ঘরে. ঘরের ধরনার সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, পৃথক পৃথক স্থানে আত্মহত্যার ও সড়ক দুর্ঘনার ঘটনা ঘটেছে দাফনের জন্য পরিবারকে দিয়ে আসা হয়েছে ও সড়ক দুর্ঘনার কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসা হয়েছে।