আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।রবিবার সকাল ১১ টার দিকে দক্ষিণ খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার নিজ বাড়িতে থেকে ৭শত জন গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এ্যাডভেকেট বিপ্লব হাসান পলাশ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মনি, অবসরপ্রাপ্ত আর্মি নুরুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল অদুদ ভূঁইয়া অবসরপ্রাপ্ত আর্মি রফিকুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আব্দুল খালেক, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল সজিব খান, মামুন আহমেদ প্রমূখ।