লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়ন পশ্চিম খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মঙ্গলবার দুপুরে দিকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, নুরুল ইসলাম আর্মি, ঠিকাদার বকুল আহমেদ প্রমুখ। গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলায় দ্বিতীয় বারের মতো বন্দবেড় ইউনিয়ন খনজনমারা যুবসমাজের উদ্যোগে এই ঘোড় দৌড় প্রতিযোতিার আয়োজন করেন।
আমন ধানের জন্য প্রস্তুত ফাঁকা জমিতে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অনন্ত ৫৫টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ২২ থেকে ১৮বছর বয়সের ২ জন কিশোরী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
রৌমারী থেকে ঘোড় দৌড় দেখতে আসা হাফিজুর ইসলাম বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে’। খনজনমারা গ্রামের শিক্ষার্থী আয়শা আকতার বলেন, ‘জীবনের প্রথম নিজ গ্রামে ঘোড় দৌড় দেখতে পেরে আনন্দিত।