লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী, উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী, বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী( S.i) এরশাদ, রৌমারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, চেয়ারম্যান যাদুরচর ইউনিয়ন পরিষদ সরবেশ আলী, চেয়ারম্যান চরশৌলমারী ইউনিয়ন পরিষদের এ কে এইচ সাইদুর রহমান দুলাল, একাডেমিক সুপার ভাইজার
মুক্তার হোসেন প্রমুখ।