লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারা দেশের মতো “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারীতে পালিত হলো জাতীয় বীমা দিবস-২৩।
১ মার্চ ২০২৩ বুধবার সকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বীমা দিবস এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে রৌমারী উপজেলা থেকে র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, বি এম জাহিদুল ইসলাম এজিএম আল-বারাকাহ ইসলামী ডি পি এস পপুলার লাইফ ইনুস্যরেন্স কোম্পানি লিমিটেড শহিদুল ইসলাম, বি এস এস সি ডিজি এম জন প্রিয় বীমা পপুলার লাইফ ইনুস্যরেন্স কোম্পানি লিমিটেড আবুল হোসেন,
বক্তব্যে বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।