লিটন সরকার : কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার বাইটকামারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তার নিজস্ব টাকা দিয়ে ৪৫০ ছাত্র ছাত্রীদের সকাল ১০ টার সময় বাইটকামারী স্কুল এন্ড কলেজ থেকে নতুন পোশাক কিনে দিলেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাইটকামারী স্কুল এন্ড কলেজ পড়ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের আবুল খালেক এবং শাকিল আহমেদ। নতুন পোশাক পেয়ে আনন্দে কেঁদে ফেলে সে। বলে, আমাদের বয়সী ছেলেরা নতুন পোশাক কিনতে পারেন না কিন্তু আমরা বেশির ভাগ সময় পুরান কাপড় পইড়াই স্কুলে যাই। কারণ আমার পরিবার খুব গরিব। এবার আমরাও নতুন পোশাকে স্কুলে যাবো, ইনশাল্লাহ। এটি খুউব আনন্দের।
দৈনিক ক্রাইম তালাশকে জাহিদুল ইসলাম, বলেন আমার নিজের টাকা থেকে প্রতিমাসে অল্প অল্প জমিয়ে এসব করে দিয়েছি আমি।
জানতে চাইলে তিনি বলেন, দেখুন আমি চাকরি করি। জীবিত অবস্থায় আমার আব্বা ও আম্মা সবসময় এতিম এবং অসহায় মানুষের জন্য সাধ্যমত সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। তাছাড়া আমার স্ত্রী ও সন্তানরাও নিজেরা বিলাসিতা না করে, সেই টাকা দিয়ে সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ দেয় আমাকে।
`চেষ্টা করে যাই, অনেক সময় সীমিত আয়ের কারণে ইচ্ছে থাকলেও পারি না,` জাহিদুল ইসলাম বলেন।
প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের প্রতি অশেষ ধন্যবাদ জানিয়ে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,
জাহিদুল ইসলামের মতো সবাইকে বাইটকামারী স্কুল এন্ড কলেজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।