সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

রৌমারীতে জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ জন আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫ বার পঠিত:

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ রাত্রিকালীন অভিযান পরিচালনা করে ইং ০২/০২/২০২৩ তারিখ রাত্র ০২.০৫ ঘটিকার সময় রৌমারী থানাধীন ২ নং শৌলমারী ইউনিয়নের বাতারগ্রাম মৌজাস্থ ধৃত আসামি মোঃ এনামুল হক এর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী চৌচালা টিনের শয়নঘর হতে জুয়াখেলা রত অবস্থায় আসামি ১। মোঃ এনামুল হক (৩৮),পিতা- মোঃ মজিবর রহমান, ২।মোঃ আব্দুল আজিজ(৪০), পিতা-মৃত নুরুল হক, ৩।মোঃ মমিনুল ইসলাম(২৭), পিতা-মৃত শহীদ আলী,৪। মোঃ সাখাওয়াত হোসেন(২৮), পিতা- মোঃ নুর বক্ত, সর্বসাং- বাতার গ্রাম,৫।মোঃ ছলিবর রহমান(৩৬),পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং -চেংটাপাড়া,সর্ব থানা-রৌমারী, জেলা- কুড়িগ্রাম দেরকে জুয়া খেলার তাস,নগদ ৯১৭২/-টাকা এবং একটি নকশীকাঁথা (কাথা বিছিয়ে জুয়া খেলা করছিল) সহ গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে রৌমারী থানার মামলা নং-০১, তারিখ- ০২/০২/২০২৩, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুরাইনের ৩/৪ রুজু পূর্বক গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com