রৌমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১১ জন জুয়ারী গ্রেফতার
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য ২৩ এপ্রিল ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলা রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় রৌমারী থানাধীন পশ্চিম ইছাকুড়ি গ্রামের ১। মোঃ মনজিল হোসেন (৪০), ২। মোঃ ফারুক হোসেন (৪০), ৩। মোঃ মমিনুল ইসলাম (৩০),৪। মোঃ মিনারুল ইসলাম(২৮), ৫।মোঃ নুর আলী (৩০),৬। মোঃ মিজু মিয়া (২৫), ৭।মোঃ কছর উদ্দিন (৩৭), ৮। মোঃ মোসলেম উদ্দিন (৩৬), ৯। মোঃ আনারুল ইসলাম (৩২),১০। মোঃ আমির হোসেন (২৬) ও ১১। মোঃ মিনারুল ইসলাম (২৮) দেরকে জুয়া খেলার সরঞ্জাম, জুয়া খেলার নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। স্যার,এ সংক্রান্তে রৌমারী থানার মামলা নং ০৯, তারিখ -২৩/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- জুয়া আইনের ৩/৪,রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয় রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, এই সংক্রান্তে রৌমারী থানার মামলা নং ০৯, তারিখ -২৩/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- জুয়া আইনের ৩/৪,রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আরো বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।