লিটন সরকার রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
শুভ কাজে সবার পাশে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কুড়িগ্রামের রৌমারীতে কালের
কণ্ঠ শুভসংঘের রৌমারী উপজেলা শাখার কমিটির উদ্যোগে মেধাবী ও প্রতিবন্ধী
শিক্ষার্থীর মাঝে পড়াশুনার জন্য শিক্ষার উপকরণ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ)
বেলা ১১ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দী বাজারের রাইয়ান্স ইংলিশ
স্পোকেন ক্লাবে ৬ জন্য শিক্ষার্থীকে এ শিক্ষার উপকরণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক লন্ডনী,রাইয়ান্স ইংলিশ
স্পোকেন ক্লাবের পরিচালক শহীদুল্লাহ কায়সার, আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি
প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, রৌমারী
উপজেলা শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল, শুভসংঘের সদস্য লিটন সরকার, আব্দুল
খালেক প্রমুখ।
শুভসংঘের উপহার দেওয়া হয় শৌলমারী এম আর হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী জন্ম
থেকে ডান হাত না থাকা মেধাবী আকাশী আক্তার, একই স্কুলের রোজিনা আক্তার,
গোলাপী খাতুন, মাওয়া, সুফিয়া, আফসানাকে। শুভসংঘের উপহার পেয়ে তারা অনেক
গর্বিত বলে জানান। প্রতিবন্ধী আকাশীর বাবা একজন দিন মজুর। জন্ম থেকে তার
ডান হাত না থাকলেও নানা প্রতিকুলতা তাকে পড়া শুনা থেকে দমিয়ে রাখতে পারেনি।
শুভসংঘের উপহার পেয়ে মহাখুশি সে। আকাশী আক্তার বলেন, শুভসংঘ আমাকে পড়া লেখা
করার জন্য অনুপ্রাণিত করেছে। পড়া শুনার জন্য শিক্ষার যে উপকরণ আমাকে দিলো তার জন্য
আমি গর্বিত। আশা করি শুভসংঘ আমার পাশে থাকলে ভবিষ্যতে আমি অনেক ভালো
কিছু করতে পারবো।
উপহার বিতরণ অনুষ্ঠানে শুভসংঘের রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ
রুবেল তার বক্তব্যে বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে
আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের তরুণ তরুণীরা মেধার
দিক থেকে কোনো অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তত করতে হবে যাতে
তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিয়ে বাংলাদেশের সুনাম অর্জন
করতে পারে।