রৌমারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ
অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯জুলাই) দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবিএম সারোয়ার রাব্বী,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা,বীর
মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,দাঁতভাঙা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম,যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলী,শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম,চরশৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল,সচিব বন্দবেড় ইউনিয়ন পরিষদ আমিনুল ইসলাম,রোকনুজ্জামান,সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনা প্রমুখ।সারাদেশের ন্যায় রৌমারী উপজেলাতে ইউনিয়ন ভিত্তিক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হবে। খেলাটিতে উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, বন্দবেড়, রৌমারী, যাদুরচর ও চরশৌলমারী ইউনিয় পরিষদ ফুটবল টুর্নামেন্ট বালক অনুধর্ব ১৭ ৬টি টিম অংশ গ্রহণ করবে।কয়েক শত দর্শক
উদ্বোধনী খেলাটি উপভোগ করেছেন। খেলা পরিচালনা করেন রেফারী জাহাঙ্গীর আলম
রোজাইন, তানজীম ইসলাম লিটন,রকিব প্রমূখ। উদ্বোধনী খেলায় বন্দবেড় ইউনিয়ন ৩ গোলে দাঁতভাঙা ইউনিয়ন(০০ )দলকে হারিয়ে দেয়।