লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপ চাঁন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রুপচান (৩৪) রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী গ্রামের মৃত আহাতুল্লার ছেলে।
নিহত যুবকের ভাই জানান, চর শৌলমারী বাজার এ অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রুপচান ডেকোরেটরের দোকানে অটো গাড়ীর ব্যাটারী চার্জ দেওয়ার জন্য চার্জের সংযোগ ক্লিপ লাগাতে যেয়ে অ- সাবধান তার কারনে বিদ্যুৎ স্পৃর্শ্য হয়। . কিছুক্ষণপরে মাটিতে পড়ে গেলে বাজারের লোকজন দেখতে পেয়ে দ্রুত দোকানে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।