লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারীতে বিশ্ব কুষ্ঠ দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব কুষ্ট দিবস এর এই বারের প্রতিপাদ্য বিষয় ছিল, এখনি কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর, আর, এম ও, ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী শুরু করে রবিবার সকাল ১০ টার দিকে রৌমারী উপজেলার বিভিন্ন প্রধান সড়ক পরিদর্শন এবং উপজেলা চক্কর থেকে হাসপাতালে ফিরে এসে কুষ্ঠ রোগ সম্পর্কে আলোচনা করেন ডাক্তার ভিপি চন্দ্র রায় ডাক্তার নিপা রানী সাহা বিশেষ আলোচনা করেন, ফয়জার রহমান টি,এল,সি,এ। আরো উপস্থিত ছিলেন ডাক্তার অলক কুমার সরকার,দুলাল চন্দ্র পাল, নাজমুল ইসলাম শুভ, সিনিয়ার নার্স রিনা রানী দাস, নাজমিন নাহার, হাসনা হেনা, রিমা পারভীন, আব্দুস সাত্তার, ফরহাদ হোসেন,আনিসুর রহমান লিখন আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী।