লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম )প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারী উপজেলায় রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে মা দিবসের তাৎপর্য ও মায়েদের প্রতি করণীয় নিয়ে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী ডিগ্ৰি কলেজ প্রভাষক আনজুমান আরা, উপজেলা সমাজসেবা সহকারী অফিসার জিল্লুর রহমান, সঞ্চালনায় করেন সুপারভাইজার উপজেলা মহিলা বিষয়ক আনিছুর রহমান, শিক্ষক শহিদুল্লা কায়সার, টেইনার কানিজ ফাতেমা কলি উপজেলা কিশোর কিশোরী ক্লাব জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজ রুবেল, প্রমূখ।এসময় তারা বলেন প্রতিটি মাকে যথাযথ সন্মান, শ্রদ্ধা ও ভালবাসা দেওয়া উচিত।যিনি পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে সেই মমতাময়ী মায়ের প্রতি ভালবাসা প্রকাশের জন্যই মূলত বিশ্ব মা দিবস পালিত হয়।