বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
“মুন্সিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরেছে একটু হলেও স্বস্তি” রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা পাইকগাছার চাঁদখালীতে প্রায় ১ যুগ ধরে অবহেলিত রাস্তার উদ্বোধনে ; স্বস্তি ফিরেছে এলাকায় রৌমারীতে ৬নং চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে সংখ্যালঘুর বসতঘর ভাংচুর লুটপাট ও দখল, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত পাইকগাছায় পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলায় গ্রেফতার – ৭ ইছামতি খালে নির্মাণাধীন ব্রিজের কাজ বন্ধ করে দিলো জনতা পাইকগাছায় দেলুটি’র ২ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (WDMC) মিটিং সেন্টার উদ্বোধন

রৌমারীতে ভিজিএফ চাল সুষ্ঠু বন্ঠনে সাংবাদিক ও প্রশাসন মাঠে থাকবে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪২ বার পঠিত:

রৌমারীতে ভিজিএফ চাল সুষ্ঠু বন্ঠনে সাংবাদিক ও প্রশাসন মাঠে থাকবে
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,দূযোর্গ ব্যাবস্থাপনা অধিদপ্তর কতৃক সারা বাংলাদেশের ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলার জন্য আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে
সারাদেশে উপজেলা, পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য প্রদান তালিকা প্রনয়ন চলছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফ তালিকা করা হচ্ছে। ৮৭.৭৯.২০৩টি এবং ক. খ. ও গ ক্যাটাগরীতে ৩২৯ টি পৌরসভার জন্য ১২.৫৩.৮৫১টি সর্বমোট ৮৭.৭৯.২০৩.+১২.৫৩.৮৫১=১.০০.৩৩.০৫৪টি কার্ডের বিপরীতে কার্ড প্রতি ১০ কেজি হারে এক লক্ষ তিনশত ত্রিশ দশমিক চুযান্ন মেঃটন চাল আগামী ১৫ এপ্রিলের মধ্যে উত্তোলনসহ বিতরণের কাজ শেষ করতে বলা হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক রৌমারীতে ভিজিএফ এর নাম তালিকা প্রনয়নের কাজ চলছে। প্রতিবছর হতদরিদ্র মানুষের ত্রাণ বিতরণে নানা দূনীতি পরিলক্ষিত হওয়ায় এই বছর উপজেলা প্রশাসন ত্রাণ কমিটি ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ভিজিএফ এর চাল সুষ্ঠু বন্ঠনে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিক মাঠে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে রৌমারী উপজেলা প্রেসক্লাব জরুরী সভা আহবান করে । সভায় উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা সকল সদস্যদের বলেন, সারাদেশের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
রৌমারীর ৬টি ইউনিয়নে ৪৮ হাজার ১শ ১১ পরিবারের জন্য ১০ কেজি হারে ৪ লাখ ৮১ হাজার ১শ ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার । যাতে সরকারের দেয়া ত্রাণ সুসম বন্ঠনের মাধ্যমে তালিকা অনুযায়ী প্রত্যেকই ১০ কেজি করে চাল পায় তাহা নিশ্চিতের লক্ষ্যে সকল
সাংবাদিক চাল উত্তোলন থেকে শুরু করে বন্ঠন শেষ না হওয়া পর্যন্ত সকল সাংবাদিককে বন্ঠন স্থলে থাকার অনুবোধ জানান। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী বলেন, সরকারের ভিষন বাস্তবায়নে যাতে করে সরকারী ঈদ উপহার
তালিকা অনুযায়ী সকলই পায় তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ইমান আলী বলেন, স্বচ্ছতা জবাব দেহিতা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাল বিতরণের স্থানে কোন চাল ক্রেতার চটি থাকবেনা সুষ্ঠু বন্ঠনে সারাক্ষণ মানটরিং চলবে। তিনি আরো বলেন,রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যাথাক্রমে দাঁতভাঙ্গা ইউনিয়নে ৭৬৮৮ পরিবার-শৌলমারী ইউনিয়নে ৬৪১৮টি পরিবার,বন্দবেড় ইউনিয়নে ৭৬৯৮ পরিবার,রৌমারী সদর ১১৩৯৮ পরিবার,যাদুরচর ইউপিতে ৮১৭৮টি পরিবার,চর শৌলমারী ইউপিতে ৬৭৩১টি পবিারকে এত্রান দেয়া হবে। আলোচনায় উল্লেখ্য করা হয় দশকেজির বেশি কেউ ভিজিএফ এর চাল নিতে পারবেনা।তবে প্রশাসনের এমন যুগোপযোগী সিদ্ধান্তকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com