রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম ৪ আসনের সাবেক এমপি গোলাম হোসেনের মেয়ে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি মহিলা দলের মমতাজ হোসেন লিপির পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা এবং চাক্তাবাড়ী সরকারি প্রাথমিক মাঠে বিকেল ৪ টার দিকে রৌমারী উপজেলা যুবদল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ২শ’ জন শীতার্থ গরীব দুঃখী মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম আকন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, সঞ্চালনা করেন রৌমারী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল ওমর ফারুক ইসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, সুনাম আহমেদ প্রমুখ।আহমেদ, সুনাম আহমেদ প্রমুখ।