লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখার সভাপতি নুরুল আজম বাবুর সভাপতিত্বে এবং সভাপতি কার্যকারী পরিচালনা বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখা ওমর ফারুক ইসার, সঞ্চালনায় সোমবার সকাল ১০ টার সময় অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখার কার্যালয় থেকে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার আবু হোরায়রা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপ-প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখা আকতার আহসান বাবু, উপদেষ্টা বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখা নাজিম আকন্দ, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুল আলম দোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখা শফিকুল ইসলাম রবিউলসহ বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখার সকল সদস্যরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, জীবনযাত্রার জন্য সময় উপযোগী মজুরি নির্ধারণসহ বিভিন্ন স্থানে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে দাবি তুলে ধরেন।
সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পালন করা হয় পহেলা মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা (আট ঘণ্টা) কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।