মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে ১৩৮ ইয়াবা পিচ সহ দু”জনগ্রেপ্তার।
রৌমারী-কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ( কর্তিমারী) বাজারে একের পর এক মাদক কারবারী লুকোচুরি করে ব্যবসা করলেও অবশেষে রৌমারী থানা পুলিশের চৌকস একটি টিম কর্তিমারী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নির্দেশনায় গতকাল (২৫-০৬-২৩ইং) রোজ রবিবার দুপুর ২ ঘটিকার সময়
অভিযান পরিচালনা করলে ২ (দুই) জন মাদক কারবারী ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হোন রৌমারী থানা পুলিশ।
যাদুর চর ইউনিয়নের কর্তিমারী বাজারে মুরগীহাটি গলিতে সাধারনগনের উপস্হিতিতে রৌমারী থানার এসআই, মিজানুর রহমান নেতৃত্বে সঙ্গীয় এসআই,বরহানুল সুলতানুল আলম,এসআই এনামুল হক, ,জাহাঙ্গীর আলম,এএসআই,শহিদুল ইসলাম,এএসআই আশরাফ হোসেন,
নয়ন,মোখলেছুর রহমান “মানিক মোবাইল টেলিকম,& মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান করলে ধনার চর আকন্দ পাড়াগ্রামের মোঃ রফিকুল ইসলাম ছেলে “” মানিক মিয়া(২৬) ও ধনার চর নতুন গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে “”” বুলবুল আহমেদ (২৩) নামের জনকে ১৩৮ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হোন রৌমারী থানা পুলিশ। এই মানিক চোরা কারবারী দীর্ঘ দিন থেকে মাদ্রক ব্যবসা করেন।
রৌমারী থানারঅফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কর্তিমারী বাজারে মানিক টেলিকমে মাদক ত্রুয় বিত্রুয় করতেছে। তাৎক্ষনিক ভাবে আমার অফিসার্স ফোর্স দ্রুত ঘটনাস্হলে গিয়ে হাতে নাতে দু”জনকে ১৩৮ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেন। ২০১৮ সালের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে
মামলা রুজু করে আসামীদের দ্রুত কোর্টে প্রেরণ করি।