রৌমারীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উপজেলা রৌমারীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। ১৮ জুন
রবিবার বেলা ১২ টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্র নায়ক,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে
ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ
হিসেবে ও নির্দেশনা মোতাবেক শান্তি সমাবেশে এ কর্মসুচী পালন করে দলটি।
যুবলীগের শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের
সভাপতি হারুন অর রশিদ। কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী
লীগ রৌমারী উপজেলা শাখা আবু
হোরায়রা, প্রধান বক্তা আব্দুর রহিম ভুইয়া কার্যনিবার্হী সদস্য বাংলাদেশ আওয়ামী
যুবলীগ কেন্দ্রীয় কমিটি, নুরুল আমিন জেলা যুবলীগের সদস্যসহ আওয়ামী যুবলীগের
উপজেলার ৬ টি ইউনিয়নের সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তব্যে নেতারা বলেন, দেশ বিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে
বিএনপি জামায়াত। তাদের সব অপতৎপরতা রুখে দিতে যুবলীগই যথেষ্ট। বিএনপি
যামায়াতকে রাজপথে মোকাবেলা করতে সব সময় প্রস্তুত রয়েছে যুবলীগ। অপশক্তি
রুখেদিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে যুবলীগ কাজ করে যাবে
বলেও প্রত্যয় ব্যক্ত করেন যুবলীগ নেতারা।