বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
খোকন সেরনিয়াবাত এর নৌকা মার্কার প্রচারণায় চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ “মুন্সিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরেছে একটু হলেও স্বস্তি” রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা পাইকগাছার চাঁদখালীতে প্রায় ১ যুগ ধরে অবহেলিত রাস্তার উদ্বোধনে ; স্বস্তি ফিরেছে এলাকায় রৌমারীতে ৬নং চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে সংখ্যালঘুর বসতঘর ভাংচুর লুটপাট ও দখল, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত পাইকগাছায় পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলায় গ্রেফতার – ৭

রৌমারীতে শেখ কামাল আন্ত:স্কুল ও  মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পঠিত:

: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সমগ্র দেশের এ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শেখ কামাল ২য় আন্ত:স্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা।

সোমবার ( ২৩ জানুয়ারি) সকালে রৌমারী উপজেলার সকল ইউনিয়নে একযোগে ইউনিয়ন পর্যায়ের খেলাটির উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, এবং উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম সারোয়ার রাব্বী। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় রৌমারী উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এ,বি, এম সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সোমবার সকালে উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়।২৩ জানুয়ারি (সোমবার) থেকে আগামী ২৪ জানুয়ারি (মঙ্গলবার ) পর্যন্ত রৌমারী উপজেলার সিজিজামান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com