লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে শেখ জিল্লুর রহমান আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার সময় টাপুর চর স্কুল এন্ড কলেজ মাঠে শাড়ি বিতরণ করা হয় পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ২০০০ মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি বিতরণ করা হয় বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বন্দবেড় ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল দোহা, শিল্পী আক্তার, মিলন আহমেদ, রেজাউল করিম, ওমর আলীসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় ও সম্বলহীন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে শেখ জিল্লুর রহমান সর্বদাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।