লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি এর অফিস উদ্বোধন
করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাকির হোসেন এমপি। গত
শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিস সংলগ্ন ডিসি রাস্তায় অটোবাইক
শ্রমিক কল্যাণ সোসাইটির অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি। পরে
অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি নুরুল আজম বাবুর সভাপতিত্বে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রৌমারী থানার অফিসার
ইনচার্জ রুপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
আফজাল হোসেন বিপ্লব, রৌমারী ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই, সাধারন সম্পাদক
রোস্তম আলী, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদুল ইসলামসহ
সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেন, শ্রমিকের
কল্যাণের জন্য অবশ্যই সংগঠনের প্রয়োজন রয়েছে। এটা একটি মহৎ উদ্যোগ। সংগঠনের
পক্ষ থেকে দরিদ্র অটোবাইক শ্রমিক ও সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও বিপদে-আপদে
আর্থিক সহযোগিতা করাই হচ্ছে সংগঠনের কাজ। কোন শ্রমিক যেন কষ্ট না পায়
সেদিকে সংগঠনের সকলকে সুদৃষ্টি রাখতে হবে। এছাড়াও তিনি সংগঠনে সার্বিক
সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কার্যকরি পরিচালনা
সভাপতি ওমর ফারুক ইসা।