রৌমারীতে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ
লিটন সরকার, স্টাফ রিপোর্টার রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর, বাইসপাড়া, বলদমারা, পাখিউড়াসহ ৫শত পানিবন্দি মানুষের মাঝে রবিবার দুপুর ২টার সময় ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণ করেন সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন এর কুড়িগ্রাম টিমের সদস্যরা ।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, শামীম আকতার, নুর আলম নাহিদ, লিটন সরকার, আলআমিন, সীমান্ত, আসিফ, নুর, নাহিদ, রিপন, জাকারিয়া, মিথুন, সালাম, রানু সোহেল রানা, সাকিব, মাহমুদ, প্রমুখ।
Leave a Reply