লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয় সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো এসো নবীন এসো আলোর মিছিলে রৌমারী উপজেলার সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয় ১০০ জন নবীন শিক্ষার্থীদের কে এবং ৯০ জন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস, কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয় নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ।
এসময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আব্দুল ওহাব, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহ শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক আজিজুর রহমান আজিজ, সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা, সহকারী শিক্ষক জাকির হোসেন হাসান, সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার রুমা,
শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন–আল আমিন ।
উপস্থাপনা করেন সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সোনাভরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, সোনাভরী এ রৌমারী উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।