লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় উপদেষ্টা মরহুম বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন স্মরণে গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার ( ২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার উপদেষ্টা নাজমুল হোসাইন রানা, আমিনুল ইসলাম, বোরহান উদ্দিন বিকাশ, রৌমারী উপজেলা শাখার সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ, সহ সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, নূরল ইসলাম পাপ্পু, সদস্য মুরাদ প্রমুখ।
গ্রীন ভয়েস রৌমারী উপজেলা শাখার সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ জানান, পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি সকল সংকটে গ্রীন ভয়েস সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আসছে।তারই অংশ হিসেবে রৌমারীতে এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে থেকে উষ্ণতা দিচ্ছে গ্রীন ভয়েস রৌমারী শাখার সবুজ বন্ধুরা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।