শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন

রৌমারীতে ১৩৮ ইয়াবা সহ দুই মাদক কারী গ্রেফতার

Liton sorkar
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত:

রৌমারীতে ১৩৮ ইয়াবা সহ দুই মাদক কারী গ্রেফতার

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে দুই মাদক কারবারী গ্রেফতার রৌমারী থানা পুলিশের চৌকস একটি টিম কর্তিমারী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নির্দেশনায় গতকাল (২৫-০৬-২৩ইং) রোজ রবিবার দুপুর ২ ঘটিকার সময়
অভিযান পরিচালনা করলে ২ (দুই) জন মাদক কারবারী ১৩৮ পিচ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হোন রৌমারী থানা পুলিশ।

যাদুর চর ইউনিয়নের কর্তিমারী বাজারে মুরগীহাটি গলিতে সাধারনগনের উপস্হিতিতে রৌমারী থানার এসআই, মিজানুর রহমান নেতৃত্বে সঙ্গীয় এসআই,বরহানুল সুলতানুল আলম,এসআই এনামুল হক, ,জাহাঙ্গীর আলম,এএসআই,শহিদুল ইসলাম,এএসআই আশরাফ হোসেন,নয়ন,মোখলেছুর রহমান “মানিক মোবাইল টেলিকম,& মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান করলে ধনার চর আকন্দ পাড়াগ্রামের মোঃ রফিকুল ইসলাম ছেলে মানিক মিয়া(২৬) ও ধনার চর নতুন গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে বুলবুল আহমেদ (২৩) নামের জনকে ১৩৮ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হোন রৌমারী থানা পুলিশ। এই মানিক চোরা কারবারী দীর্ঘ দিন থেকে মাদ্রক ব্যবসা করেন।

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন,একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,কর্তিমারী বাজারে মানিক টেলিকমে মাদক ত্রুয় বিত্রুয় করতেছে। তাৎক্ষনিক ভাবে আমার অফিসার্স ফোর্স দ্রুত ঘটনাস্হলে গিয়ে হাতে নাতে দু”জনকে ১৩৮ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেন। ২০১৮ সালের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা রুজু করে আসামীদের দ্রুত কোর্টে প্রেরণ করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com