লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও ৮ জুয়ারুকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ
পুলিশ সূত্রে জানাযায় (সোমবার ৩ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন বলদমারা গ্রামের মোঃ আঃ সালাম এর বসত বাড়ীতে জুয়া খেলার সময় বলদমারা গ্রামের আঃ সালাম (৪৫),বাইটকামারী গ্রামের মোঃ সেকেন্দার আলী (২৮), পাখিউড়া গ্রামের মোঃ হাবিল মিয়া (৪০), বাগুয়ার চরের মোঃ বক্কার(৫০), চিলমারী উপজেলার চরখেদাইমারী গ্রামের মোঃ মকবুল হোসেন (৫৬), রৌমারী বাগুয়ারচরের মোঃ আঃ খালেক (৫০), মোঃ সামছুল আলম (৫১), পাখিউড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম (৩৮) এদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের আটক করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১,রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।