রৌমারী উপজেলা প্রশাসনে উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপু্ত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান আজ ৫ আগস্ট রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ।
সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক রৌমারী উপজেলা আওয়ামীলীগ মোজাফফর হোসেন রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, চেয়ারম্যান হারুন অর রশিদ, সভাপতি রৌমারী উপজেলা যুবলীগ কৃষি কর্মকর্তা কাইয়ুম চেীধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাইদুল ইসলাম, সাবেক সভাপতি রৌমারী উপজেলা ছাত্রলীগ মতিউর রহমান, রৌমারী উপজেলা ছাত্রলীগ রাকিবুল হাসান প্রমূখ । এরপূর্বে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
Leave a Reply